শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সরকার কাশ্মীরকে ফিলিস্তিন বানানোর চেষ্টা করছে : ইয়েচুরি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্ক্সিস্ট (সিপিআইএম) দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মঙ্গলবার বলেছেন যে, সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার কাশ্মীরকে ভারতের ফিলিস্তিন বানানোর চেষ্টা করছে। থিরুভানানথাপুরামের একে গোপালান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড স্টাডিজে আয়োজিত এক অনুষ্ঠানে ইয়েচুরি বলেন যে, ২২ আগস্ট দেশের সকল সেক্যুলার গণতান্ত্রিক দলগুলো বিক্ষোভ করবে যাতে জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়া হয়। “এই বিক্ষোভটা একটা শুরু মাত্র কারণ আমরা জম্মু ও কাশ্মীরকে ভারতের ফিলিস্তিনে রূপান্তরিত হতে দিতে পারি না। ইসরাইলিরা ফিলিস্তিনের মানুষের সাথে যে আচরণ করছে, আমরা আমাদের দেশে সেটা হতে দিতে পারি না- মানুষের মৌলিক অধিকার সেখানে লঙ্ঘিত হচ্ছে”। রাজ্যসভার সাবেক এই সদস্য অভিযোগ করেন যে, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রস্তুতি হিসেবে ভুল তথ্য ছড়ানো এবং অপপ্রচার চালানো হয়েছে। ইয়েচুরি বলেন, “৩৭০ অনুচ্ছেদের বাইরে ভারতের সংবিধানে আরও ১০টি অনুচ্ছেদ রয়েছে, যেখানে দেশের অন্যান্য অনেক রাজ্যের বিশেষ মর্যাদা দেয়া হয়েছে। এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন