মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলকে কঠোর জবাব দেয়ার হুমকি ইরাকের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

ইরাকের ভাইস প্রেসিডেন্ট ন‚রি আল-মালিকি ইসরাইলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ-শাবির ওপর সা¤প্রতিক হামলার বিষয়ে ইসরাইল জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদেরকে কঠোর জবাব দেয়া হবে। ন‚রি আল-মালিকি হচ্ছেন ইসলামী দাওয়া পার্টির মহাসচিব ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী। তিনি শনিবার বলেন, যদি ইসরাইল ইরাকের ওপর হামলা অব্যাহত রাখে তাহলে ইরাক একটি যুদ্ধ ক্ষেত্র তৈরি করবে এবং তাতে ইরানসহ অনেক দেশ জড়িয়ে পড়বে। তিনি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা ইরাকের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই অঞ্চলের দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টার ফলে তা রক্ষিত হতে পারে। এ ব্যাপারে সবার দায় দায়িত্ব রয়েছে। ইসরাইল যদি ইরাকে হামলার সঙ্গে জড়িত থাকে তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে এবং পরিস্থিতি পাল্টে যাবে। পার্সটুডে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Towhidul Islam ২৬ আগস্ট, ২০১৯, ১:৫০ এএম says : 0
বাজে হুংকার,, ইসরাইলের মদদতদাতা হলো আমেরিকা,, আমেরিকার পুতুল হলো বর্তমান ইরাকের শাসক।।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন