বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিহারে গুলি করে ২শ’ নীলগাই হত্যা

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

ফসলের জন্য ক্ষতিকর এমন অভিযোগ তুলে হত্যার অনুমোদন দিলেন পরিবেশমন্ত্রী
ইনকিলাব ডেস্ক : ভারতের বিহারে ২০০ নিলগাই বা ব্লু বুলসকে গুলি করে হত্যা করা হয়েছে। নিলগাই ফসলের জন্য ক্ষতিকর এমন অভিযোগ এনে গত ৬ দিনে চালানো হয় এই হত্যাযজ্ঞ। গত বৃহস্পতিবার এনডিটিভি’র খবরে এই প্রতিবেদন প্রকাশিত হলে পরিবেশবাদী ও প্রাণী অধিকার কর্মীদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। ভারতের নারী ও শিশু বিষয়ক মন্ত্রী মানেকা গান্ধীও প্রাণী অধিকার নিয়ে সোচ্চার। তিনি বলেছেন, এমনিতেই বিরল প্রজাতির এই নীলগাইর অস্তিত্ব এখন আরও হুমকির মধ্যে পড়েছে। তিনি বলেন, এই প্রথম এতো ব্যাপক হারে অনুমতিসহ কোন প্রাণী হত্যা করা হল। যদিও পরিবেশমন্ত্রী প্রকাশ জাভাদকার বিহার রাজ্যের ৩৯টি জেলায় নীলগাই গুলি করে হত্যার অনুমতি আগামী নভেম্বরের ১ তারিখ পর্যন্ত বহাল রেখেছেন। এমনকি পরিবেশ মন্ত্রণালয় থেকে রাজ্যে হত্যা করা যাবে এমন প্রাণীর তালিকা এখনো প্রদান করা হচ্ছে। বিহার সরকার কেন্দ্রীয় সরকারকে বলেছে, নীলগাই যে সমস্ত অঞ্চলে রয়েছে সেখানকার ফসল নাকি নষ্ট হয়ে যাচ্ছে। কাজেই পেশাদার শিকারিরা যাতে এদেরকে হত্যা করতে পারেন তার অনুমতি দেয়া হোক। এদিকে পরিবেশমন্ত্রী প্রকাশ জাভাদকার বলেছেন, ভারতের আইন অনুযায়ী কোন রাজ্যের কৃষকরা যদি কোন প্রাণীর বিরুদ্ধে অভিযোগ করে তাহলে কেন্দ্রীয় সরকার সেই প্রাণী নিধনে অনুমতি দিতে পারে। বিহারের ক্ষমতাসীন জনতাদল ইউনাইটেডের নেতা নীরজ কুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই পরিমাণ প্রাণী হত্যার পরেও তিনি অনুতপ্ত নন। এদের কারণে বহুদিন ধরে ফসলের ক্ষতি হচ্ছে। খবরে বলা হয়, বিহারের রাজধানী পাটনার কাছে মোকামায় জমি উর্বর হওয়ায় সেখানে ফসল ভাল হয়। সংলগ্ন জঙ্গল থেকে ফসল খাওয়ার লোভে প্রায়ই হানা দেয় বিরল প্রজাতির প্রাণী নীলগাই। কৃষকদের স্বার্থরক্ষায় হায়দরাবাদ থেকে শিকারি এনে নীলগাইগুলিকে গুলি করে মারা হচ্ছিল। এ জন্য কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয় ছাড়পত্র দেয়া হয়েছিল। নারী ও শিশু বিষয়ক মন্ত্রী মানেকা বলেন, তিনি বুঝতে পারেন না, বন্যপ্রাণীদের মেরে ফেলার ক্ষেত্রে পরিবেশ মন্ত্রণালয়ের এত রক্তলিপ্সা কেন। তিনি যোগ করেন, পরিবেশ মন্ত্রণালয় বন্য শুয়োর, বানির ও হাতি মেরে ফেলার জন্য অনুমতি দিয়ে রাজ্যগুলিকে চিঠি দিয়েছে। মানেকার অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতেই নীল গাই হত্যার অনুমতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, মানেকা পশুপ্রেমী হিসেবেই পরিচিত। সঞ্জয় গান্ধী অ্যানিমেল কেয়ার সেন্টারের প্রধান তিনি। এনডিটিভি, এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন