শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আমিরাতের সমর্থন চাইলেন ইমরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

কাশ্মীর ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতের সমর্থন চাইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি শুক্রবার ফোন করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে। এ সময় তাকে ভারত দখলীকৃত কাশ্মীরের উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং কাশ্মীরিদের প্রতি মুসলিম বিশ্বের সমর্থন আহ্বান করেন ইমরান খান। এ খবর দিয়েছে অনলাইন ডন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসের তথ্যমতে, এ সময় দখলীকৃত কাশ্মীরের সর্বশেষ অবস্থা সম্পর্কে তাকে অবহিত করানোর জন্য ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন প্রিন্স নাহিয়ান। এতে বলা হয়, ক্রাউন প্রিন্স নাহিয়ানকে ইমরান খান বলেছেন, দখলীকৃত জম্মু ও কাশ্মীরের মানুষগুলো ইসলামিক দেশগুলো থেকে শক্তিশালী সমর্থন প্রত্যাশা করছেন। গুরুত্বপ‚র্ণ এই সময়ে সংযুক্ত আরব আমিরাত সহ ওআইসির দেশগুলো থেকে শক্ত সমর্থন আশা করে পাকিস্তানের জনগণ। ডন অনলাইন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন