রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জর্ডানে পাওয়া গেল ২১০০ বছরের পুরনো নিদর্শন

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ জর্দানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া পেত্রায় বালির নিচে বিশাল এক স্তম্ভ আবিষ্কার করেছেন প্রতœতত্ত্ববিদরা। বিশাল এই স্তম্ভটির দৈর্ঘ্য অলিম্পিকের সাঁতার কাটার স্থান অলিম্পিক সুইমিং পুলের সমান এবং প্রস্থ এর প্রায় দ্বিগুণ। যুক্তরাষ্ট্রের আমেরিকান স্কুল অব অরিয়েন্টাল রিসার্চের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, স্তম্ভটি খুঁজে পেতে প্রতœতাত্ত্বিকরা উপগ্রহ চিত্র, ড্রোন ফটোগ্রাফি এবং ভূমি জরিপ প্রযুক্তি ব্যবহার করেছেন। প্রাচীন এই ঐতিহ্যবাহী স্থানটি নতুন করে কোনো নিদর্শনের সন্ধান পাওয়া ছিল অসম্ভব। গবেষণাটি চালিয়েছেন যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের সারাহ পারসাক এবং যুক্তরাষ্ট্রের আমেরিকান ওভারসিজ রিসার্চ সেন্টারের ক্রিস্টোফার টাটল। বিষয়টিকে তারা সরল স্থানের গোপন নিদর্শন বলে আখ্যা দিয়েছেন। দুই হাজারেরও বেশি বছরের পুরনো এই নিদর্শনটি। সারাহ পারসাক এবং ক্রিস্টোফার টাটল বলেন, পেত্রায় প্রায় ২০০ বছর ধরে গবেষণা-কাজ চলছে। মাঝে মাঝেই এখান থেকে নতুন নতুন বিষয় বেরিয়ে আসছে। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন