শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

হরিয়ানায় শিক্ষকদের জিন্স পরায় নিষেধাজ্ঞা

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্কুলের পাঠ্যসূচিতে হিন্দু ধর্মগ্রন্থ গীতা অন্তর্ভুক্তির পর এবার হরিয়ানায় শিক্ষকদের জিন্সের প্যান্ট পরায় নিষেধাজ্ঞা আরেপ করেছে বিজেপি নিয়ন্ত্রিত রাজ্য সরকার। গত বৃহস্পতিবার রাজ্যে প্রাথমিক শিক্ষা দপ্তরের পরিচালক এ আদেশ জারি করেন। রাজ্য সরকারের দাবি, শিক্ষকদের উচিত ছাত্রদের কাছে নিজেদের রোল মডেল হিসেবে উপস্থাপন করা। স্কুলে শিক্ষকদের জন্য বিশেষ করে গ্রাম এলাকায় জিন্স অনুপযুক্ত হিসেবে বিবেচিত। রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরের পরিচালক আরএস খারাব জারি করা নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের জিন্স পরে আসতে দেখা যাচ্ছে। পরিচালকের দপ্তরে কোনো কাজে আসলেও তাদেরকে জিন্স পরে আসতে দেখা গেছে, যা অনুচিৎ। বিষয়টি পর্যালোচনার পর রাজ্যের মুখ্য সচিব (স্কুল শিক্ষা) পিকে দাস বলেন, ওড়িষাসহ বেশ কয়েকটি রাজ্যে শিক্ষকদের ড্রেসকোড রয়েছে। পুরুষদের জন্য কালো প্যান্ট ও নীল শার্ট এবং নারীদের জন্য কালো ব্লাউজ ও গোলাপি রঙের শাড়ি পরার বিধান রয়েছে। তবে রাজ্যের অধিকাংশ শিক্ষকই সরকারের এ সিদ্ধান্তে অসন্তুষ্ট। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন