বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতের বিমানবাহী রণতরীতে ফের দুর্ঘটনা ২ জনের প্রাণহানি

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্যতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে দুইজন মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একজন বেসরকারি কর্মীও রয়েছেন। বর্তমানে কর্ণাটক রাজ্যের কারওয়ার নৌঘাঁটিতে ভারতের সবচেয়ে বড় ৪৫ হাজার টনের এই রণতরীর মেরামতের কাজ চলছে। স্থানীয় সময় গত শুক্রবার বিকাল ৫টায় এ দুর্ঘটনা ঘটেছে। পয়ঃনিষ্কাশনের জন্য ব্যবহৃত একটি পাইপ মেরামতের সময় বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস ছড়িয়ে পড়লে চার ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলেন। ২০তলা ভবনের সমান উঁচু বিমানবাহী রণতরীর সবচেয়ে নিচের স্তরে এ মেরামতের কাজ চলছিল। এর মধ্যে দু’জন প্রাণ হারালেও বাকি দু’জন স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে। গত চার বছরে ভারতীয় নৌবাহিনী ধারাবাহিক বেশ বড়সড় কিছু দুর্ঘটনায় পড়েছে। ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস কুঠার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে টহল অভিযান শেষে ফেরার পথে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৩ সালে ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ ১৪ আগস্টে নৌবাহিনীর রুশ নির্মিত ডুবোজাহাজ আইএনএস সিন্ধুরক্ষক ডুবে ১৮ জনের মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। এরপর অন্তত ১৫ দফা দুর্ঘটনায় পড়ল দেশটির নৌবাহিনী। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন