রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মোরগের কণ্ঠরোধের চেষ্টা, আদালতে নাকচ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৯, ১১:২৮ এএম

মোরগের ডাকে বিরক্ত প্রতিবেশীরা তা থামাতে মামলা ঠুকে দেন আদালতে। কিন্তু তাতেও লাভ হল না, পশ্চিম ফ্রান্সের রশফোর্টের আদালত রায় দিয়েছেন ‘মরিস’ নামের ওই মোরগের কণ্ঠরোধ করা যাবে না। আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী ওলেরন দ্বীপে নিয়মিত ছুটি কাটাতে যাওয়া অবসরপ্রাপ্ত এক দম্পতি ওই মামলা করেছিলেন। আদালত তাদের আর্জি খারিজের পাশাপাশি ক্ষতিপূরণ ও মামলা বাবদ এক হাজার ডলারের বেশি জরিমানা করেছে।

এই মামলা ফ্রান্সে ব্যাপক সাড়া ফেলে। মরিসের ভোরে ডাকার অধিকারকে সমর্থন করে এক লাখ ৪০ হাজার মানুষ এক পিটিশনে সই করেন। মোরগটির মালিক করিন ফেসে্যাঁ বলেছেন, এর আগে মরিসের ডাক নিয়ে কেউ অভিযোগ করেনি। তিনি বলেন, এই রায় ‘পুরো ফ্রান্সের গ্রামীণ সংস্কৃতির বিজয়।’ ফ্রান্সে গ্রামবাসীদের অভিযোগ, নিরিবিলি সময় কাটানোর জন্য শহরের মানুষ গ্রামে বাড়ি কিনছেন; কিন্তু গ্রামে পশুপাখি ডাকবে, পোকামাকড় ঘুরে বেড়াবে- এসব তারা মানতে রাজি নন।

অবসরপ্রাপ্ত ওই দম্পতির দ্বিতীয় বাড়ি করিনদের পাশের বাড়িতে। করিন বলেন, শহরের যেমন নিজস্ব কিছু শব্দ আছে, তেমনি গ্রামেরও নিজস্ব কিছু শব্দ আছে। প্রকৃতির স্বাভাবিক নিয়মকে মেনে নিতে হবে। বিবিসি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন