বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাশ্মীর ইস্যু তুলে ধরতে সুইজারল্যান্ডে পাক পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৯, ৪:১৫ পিএম

জেনেভায় অনুষ্ঠেয় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে (ইউএনএইচআরসি) কাশ্মীর ইস্যু তুলে ধরবে পাকিস্তান। সুইজারল্যান্ডের জেনেভায় এ পরিষদের ৪২তম অধিবেশনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। এ জন্য তিন দিনের সফরে সোমবার পাকিস্তান ত্যাগ করেছেন তিনি। খবর ডন অনলাইন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউএনএইচআরসির অধিবেশনে বক্তব্য রাখবেন কুরেশি। সারাবিশ্ব থেকে এই ফোরামে যোগ দেবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তাদের সামনে তিনি কাশ্মীর ইস্যু উত্থাপন করবেন। এ সময় কাশ্মীরে ভারতের একতরফা সিদ্ধান্তের বিষয়ে অবহিত করবেন প্রতিনিধিদের। ওই অঞ্চলে মানবাধিকারের প্রতি যে হুমকি সৃষ্টি হয়েছে সে বিষয়ে তাদের অবহিত করবেন। এ ছাড়া তিনি ইসলামিক দেশগুলোর সহযোগিতামূলক সংগঠন ওআইসির নেতাদের সঙ্গে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন