শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পৃথিবী চক্কর দিয়ে রেকর্ড গড়লো সোলার বিমান ইম্পালস-২

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সৌরশক্তি চালিত বিমান সোলার ইম্পালস-২ নিউইয়র্কে অবতরণ করেছে। পুরো পৃথিবী চক্কর দিয়ে সৌরশক্তিচালিত বিমান সোলার ইমপালস-২ তার লক্ষ্যে পৌঁছালো। গত শনিবার বিমানটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবতরণের মাধ্যমে তার যাত্রা শেষ করে। আর এর মাধ্যমে নতুন ইতিহাস তৈরি হলো। কেননা, এই প্রথম কোনো সৌরশক্তিচালিত বিমান বৃত্তাকারে পৃথিবী প্রদক্ষিণ করেছে। সৌরশক্তিচালিত এই বিমানটিতে একজন চালক ছিল। এটি ছিল পরীক্ষামূলক উড়ান। সুইজারল্যান্ডের একটি দল সারা বিশ্বে নবায়নযোগ্য সবুজ জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রচারণার অংশ হিসেবে পৃথিবী অতিক্রমের জন্য আকাশে ওড়ে। গত বছর সারা পৃথিবী ভ্রমণ করতে বিমানটি যাত্রা শুরু করে। প্যাসিফিক ওশেন অতিক্রম করে রেকর্ড পরিমাণ যাত্রা সম্পন্ন করার পর বিমানটিতে ব্যাটারি সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞ দল পরবর্তী যাত্রা স্থগিত করে। এরপর ফের যাত্রা শুরু করে বিমানটি তার লক্ষ্যে পৌঁছায়। এই প্রকল্পের প্রধান পিকার্ড বলেন, আমাদের লক্ষ্য মানুষকে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে সচেতনতা তৈরি করা। বিমানটি শুধুমাত্র সৌরশক্তি ব্যবহার করে গোটা বিশ্ব ভ্রমণের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রে এসে স্ট্যাচু অব লিবার্টির ওপর দিয়ে উড়ে নিউইয়র্কে অবতরণ করে। সুইস পাইলট অ্যান্ড্রে বোর্সবার্গ বলেন, এটা সম্পূর্ণ অবিশ্বাস্য। সরাসরি ভিডিওতে তিনি আরো বলেন, আমার একটি স্বপ্ন পূরণ হল। আমেরিকার স্বাধীনতার প্রতীক স্ট্যাচুটির ওপর দিয়ে বিমানটি উড়ে যায়। হালকা ধীরগতির বিমানটি পরে নিউইয়র্কের কেনেডি বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে বিমানটি পেনসিলভেনিয়া থেকে নিউইয়র্কের এই ৫ ঘণ্টাব্যাপী দীর্ঘ ফ্লাইট সম্পন্ন করল। বিমানটি স্ট্যাচুর চারপাশে চক্কর দেয় এবং ম্যানহাটন স্কাইলাইনে ভ্রমণ করে। এরপর কেনেডি বিমানবন্দরে দিকে যাওয়ার জন্য বিমানটি দক্ষিণ দিকে ফিরে যায়। বিমানটি নির্ধারিত সময়ের এক মিনিট আগে বিমানবন্দরে অবতরণ করে। স্থানীয় সময় রাত ৩টা ৫৯ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৭৫৯) বিমানটির অবতরণ করার কথা ছিল। স্ট্যাচু অব লিবার্টিকে পাশ কাটানোর কথা বলতে গিয়ে বোরচবার্গ আনন্দের সঙ্গে বলেন, এটা আমার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। এটি ছিল বিমানটির পূর্ব-পশ্চিম বিশ্ব ভ্রমণের ১৪তম ধাপ। ২০১৫ সালের ৯ মার্চ আবুধাবি থেকে বিমানটি যাত্রা শুরু করে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন