উত্তর : এখানে যে বিবরণ আছে সবই যদি শরীয়া অনুযায়ী বাস্তবায়িত হয় তাহলে নির্দ্বিধায় ঘর করতে পারেন। ৫০% ইকুইটি মানে আপনার প্রস্তুতি। জমিও আপনার। বাকি ৫০% টাকা ভাড়া থেকে ব্যাংক ১০ বছরে নেবে। এখানে ব্যাংক মালিকানায় অংশী হচ্ছে। তারা বিনিয়োগ করে লাভ নেবে। ১০ বছরে কত করে নিলে তা শেষ হবে তা তো ভাড়া কত আসে তা দেখেই তারা বুঝতে পারবে। বিনিয়োগের লাভের পরিমাণ সম্পর্কে ধারণা ও অংক ঠিকঠাক হলেই ব্যাংক এগিয়ে আসবে। তবে, লেনদেনের কোনো পর্যায়ে যেন সুদ না থাকে তা উভয় পক্ষের দেখার বিষয়। অগ্রিম ক্রয়-বিক্রয় বা লাভজনক বিনিয়োগ তো লেনদেনে থাকবেই। কেননা এটি ব্যবসা। যা আল্লাহ হালাল করেছেন।
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন