ভারতের রাজধানী দিল্লির হাই সিকিউরিটি জোনে একটি রাস্তার নামফলকে থাকা সম্রাট বাবরের নাম কালো কালিতে ঢেকে দিয়েছে সেখানকার হিন্দুত্ববাদীরা। উগ্রপন্থী সংগঠন হিন্দু সেনার দাবি, এই সড়কের নাম বদলে কোনও মহান ভারতীয় ব্যক্তির নামে রাখতে হবে। এ বিষয়ে কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিচ্ছে তা এখনও স্পষ্ট নয়। দিল্লির কেন্দ্রস্থলে গুরুত্বপ‚র্ণ অর্থনৈতিক কেন্দ্র কন্নাট প্লেসের কাছে একটি সড়কের নাম রাখা হয়েছে ভারতের মুঘল সাম্রাজের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মোহাম্মদ বাবরের নামে। হিন্দু সেনা বাবরকে একজন বিদেশি আগ্রাসনকারী আখ্যা দিয়ে দাবি করেছে, ভারতীয় কোনও মহান ব্যক্তির নামে এই সড়কের পুনঃনামকরণ করতে হবে। হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্ত বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, সেকারণে আমরা দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনএমডিসি) রাখা নামফলক মুছে দিয়েছি। তবে এনএমডিসি কর্মকর্তারা তাৎক্ষনিকভাবে এনিয়ে কোনও মন্তব্য করেনি। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন