রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে যাচ্ছে ডাইনোসরদের বিচরণক্ষেত্র

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার তাসমেনিয়ায় দাবানলে পুড়ে যাচ্ছে বিশ্ব ঐতিহ্যের নিদর্শন হিসাবে সংরক্ষণকারী বনাঞ্চল। আর্থার নদীর তীরবর্তী এই বন ডাইনোসরদের বিচরণক্ষেত্র ছিলো বলে মনে করা হয়। ইতিমধ্যে এই বনের অধিকাংশ পুড়ে গেছে। বাকি যেটুকু আছে, তা রক্ষার জন্য তাসমেনিয়ার দমকল কর্মীরা গত ১৮ দিন ধরে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত ২ লাখ ৩৪ হাজার ৭৫০ একর বনাঞ্চল পুড়ে গেছে। তবে এতে জান-মালের কোন ক্ষতি হয়নি। অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চল এমনকি নিউজিল্যান্ড থেকেও দমকল কর্মীরা এসেছে বিশ্ব ঐতিহ্যের অংশ এই বনাঞ্চলকে রক্ষা করতে। বনটি তাসমেনিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত। তাসমেনিয়া বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া পরিবর্তন-জনিত জীববিজ্ঞান বিষয়ক অধ্যাপক ডেভিড বো ম্যান বলেন, প্রাকৃতিকভাবেই এই অগ্নিকা-ের সূত্রপাত। এন্টার্কটিকায় কয়েক কোটি বছর আগে এ ধরনের অগ্নিকা- হয়েছিলো। এর বহু পরে এন্টার্কটিকায় জীববিজ্ঞানীরা ডাইনোসরের ফসিল পেয়েছিলেন। অবশিষ্ট ডাইনোসররা সেখান থেকে গোন্দুয়ানায় চলে গিয়েছিলো। এই জায়গাটি আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়ার সংযোগস্থল। বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ প্রকৃতি ও সংস্কৃতির জন্য ১৯৮২ সাল থেকে তাসমেনিয়ার ২০ শতাংশ এলাকাকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষণ করা হচ্ছে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন