শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কঙ্গোতে নৌকাডুবিতে ৩৪ জন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৪৬ এএম

আফ্রিকার দেশ ডি আর কঙ্গোতে শতাধিক যাত্রী নিয়ে নদীতে তলিয়ে গেছে এক নৌকা। এই ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ৩৪ জন নদীতে ডুবে গেছেন। তারা আর বেঁচে নেই বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে ৭৬ জন অরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কঙ্গোর নদী ও হৃদগুলোতে যাত্রী ও মালামাল পরিবহনের কাজে কাঠের তৈরি ছইবিহীন এক ধরনের দেশীয় নৌকা ব্যবহার করা হয়ে থাকে। রোববার কঙ্গো নামের নদীতে এরকমই একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। এতে এখনও নিখোঁজ রয়েছেন এর ৩৪ জন যাত্রী। কর্তৃপক্ষের আশঙ্কা, তারা আর বেঁচে নেই।
তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে বিবিসি বলছে, ডিআর কঙ্গোর জলপথে নৌ দুর্ঘটনা অতি সাধারণ বিষয়। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন এবং অনিরাপদ নৌযানের কারণে সেখানে এত বেশি নৌ দুর্ঘটনা হয়ে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন