ইনকিলাব ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলে আকিতা শহরের গত তিন সপ্তাহ ধরে ভল্লুকের হামলায় ৪ জন প্রাণ হারিয়েছে। ঐ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় কর্তৃপক্ষ পাহাড়ি জঙ্গলে চলাচলে সাধারণ জনগণকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পুলিশ আকিতার ঐ পাহাড়ি এলাকা থেকে ৭৪ বছর বয়স্ক তিসুয়া সুজুকি নামে এক নারীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে। তার সমস্ত শরীরে ভয়াবহ ক্ষতচিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ভল্লুকের আক্রমণেই সুজুকির মৃত্যু হয়েছে। ঐ এলাকায় এর আগে এভাবে ভল্লুকের দ্বারা নিহতের ঘটনা ঘটেনি। এ বছরে জাপানের ঐ অঞ্চলটিতে বাদামি এবং কালো এশীয় জাতের ভল্লুকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২শ‘তে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। অনেক ক্ষেত্রেই এদের আবাসিক এলাকার কাছাকাছি দেখা যায়। ভল্লুক সাধারণত খাদ্যের ঘাটতি পড়লেই লোকালয়ে এসে পড়ে, এবং মানুষের উপর আক্রমণ চালায়। এব্যাপারে বিশেষজ্ঞরা বলেছে যে, ভল্লুকের আক্রমণ থেকে বাঁচতে হলে বেল ব্যবহার করা খুব সহজ একটি পদ্ধতি। দ্য গার্ডিয়ান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন