ইনকিলাব ডেস্ক : দুবাই শহরের সোজা এবং লম্বা লম্বা রাস্তাগুলোতে যারা প্রায় ২০০ মাইল গতিতে গাড়ি চালায় এবং একে অপরের সাথে রেসিংয়ে প্রতিযোগিতা করে- তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে পুলিশ। যারা তীব্র গতিতে গাড়ি চালাতে ভালোবাসে- এদের জন্য আরব আমিরাতের দুবাই শহরের রাস্তাগুলো খুব প্রিয় জায়গা। এখানে তারা ভীষণ জোরে গাড়ি চালানোর আগে রাম্বার প্লেটগুলো খুলে নেয়- যাতে তাদের ধরা কঠিন হয়। কিন্তু পুলিশ এখন এদের বিরুদ্ধে মাঠে নেমে গত কয়েকদিনে ৮১টি গাড়ি আটক করেছে। এসব গাড়ি যারা চালাচ্ছিল তাদের প্রত্যেককে ১ লাখ দিরহাম, বা প্রায় ২৭ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। এর ওপর গাড়ির মালিকদের দিতে হবে আরো ৫০ হাজার দিরহাম জরিমানা। দুবাই পুলিশের প্রধান বলেছেন, এসব গাড়ির কোনো কোনোটি ঘণ্টায় ১৯৬ মাইল গতিতে চলছিল। দুবাইয়ের দৈনিক খালিজ টাইমস বলছে, এসব গাড়ির মালিকরা তিন মাসের মধ্যে জরিমানা না দিলে পুলিশ গাড়িগুলো বিক্রি করে দিতে পারবে। বিলাসবহুল দামি গাড়ি দুবাইয়ে খুবই জনপ্রিয়। এমনকি পুলিশও এ শহরে ল্যাম্বরগিনি, পোর্শা, অ্যাস্টন মার্টিনের মতো দামি গাড়ি চালায়। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন