ইনকিলাব ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ব্লম ব্যাংকের সদর দপ্তরের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী বা ব্যক্তি এই ঘটনার দায় স্বীকার করেনি। লেবাননের সশস্ত্র শিয়া রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাকে অর্থায়ন ঠেকাতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পদক্ষেপ গ্রহণের জন্য যুক্তরাষ্ট্র আইন পাস করার পর থেকে দেশটির ব্যাংকখাতে সমস্যার সৃষ্টি হয়। লেবাননের কেন্দ্রীয় ব্যাংক যুক্তরাষ্ট্রের আরোপিত আইন বাণিজ্যিক ব্যাংকগুলোতে মানতে নির্দেশনা দেয়। হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদের হিসাব বন্ধ করে দেয় যেসব ব্যাংক, ব্লম ব্যাংকও সেগুলোর একটি। বিস্ফোরণ সম্পর্কে হিজবুল্লাহর পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি। লেবাননের রেড ক্রস জানিয়েছে, বিস্ফোরণের ফলে দুই ব্যক্তি সামান্য আহত হয়েছেন। বৈরুতের ভারদুন অঞ্চলে রাত ৮টার দিকে বিস্ফোরণটি ঘটে। বিবিসি, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন