শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রই বিশ্বের জন্য বড় হুমকি : চমস্কি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রই বিশ্বের জন্য সবথেকে বড় হুমকি, মন্তব্য করেছেন মার্কিন ভাষাতাত্তি¡ক ও রাজনীতি বিশ্লেষক নোয়াম চমস্কি। বিশ্বজুড়ে ন্যায় ও সমতার পক্ষের এই বলিষ্ঠ কণ্ঠস্বর বলেছেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলই দায়ী। সম্প্রতি সংবাদমাধ্যম ইউরোনিউজকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিশ্বনন্দিত এই বুদ্ধিজীবী। ইউরোনিউজকে দেওয়া সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলেন চমস্কি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে আগ্রাসন, সহিংসতা, সন্ত্রাসী ও অবৈধ কর্মকান্ড দুইটি দেশের নেতৃত্বেই হয়ে থাকে। তারা দুজনেই পরমাণু শক্তিধর দেশ কিন্তু তাদের এই অস্ত্রের কথা সামনে আনা হয় না। চমস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিশ্বের অন্যতম বড় পরমাণু শক্তিধর রাষ্ট্র। মার্কিন জরিপ সংস্থা পরিচালিত আন্তর্জাতিক জরিপে যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি বিবেচনা করার নিশ্চয়ই কারণ আছে। পরিসংখ্যানে অন্য দেশ তাদের ধারে কাছেও নেই। মার্কিন সংবাদমাধ্যম হয়তো সেটা প্রকাশ করতে চায় না। কিন্তু তারপরও তা নিশ্চয় গোপন থাকে না।’ ইউরোনিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন