ভিসা পাওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আমেরিকার উদ্দেশে যাত্রা করেছেন। শুক্রবার সকালে নিউইয়র্কের উদ্দেশে তেহরান ত্যাগ করেন তিনি। খবর পার্সটুডের।
জাওয়াদ জারিফ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে অংশ নিতেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও ওই সম্মেলনে অংশ নেবেন। তবে তিনি কবে যাবেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগে বৃহষ্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইটে জানিয়েছিলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের প্রতিনিধিদলের সদস্যদের ভিসা দিতে বিলম্ব করছেন। ফলে তাদের জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
অবশ্য বৃহস্পতিবার রাতেই ইরানের জন্য ভিসা ইস্যু করে যুক্তরাষ্ট্র। আর তা পেয়ে শুক্রবারই জাওয়াদ জারিফ নিউইয়র্ক যাচ্ছেন। এদিকে রুহানি কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনার মধ্যেই এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হতে যাচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদ হচ্ছে বিশ্বসংস্থাটি’র ছয়টি মৌলিক অঙ্গসংগঠনের একটি। শুধু এই পরিষদেই জাতিসংঘের সব সদস্য দেশের উপস্থিতি ও সমান অধিকার রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন