শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কুরআন পাঠ করে যুদ্ধ বন্ধের আহ্বান

আরটি | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পবিত্র কুরআনের আয়াত পাঠ করে ইয়েমেনে যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছেন।
আরটি জানায়, রুশ প্রেসিডেন্ট ১৭ সেপ্টেম্বর আংকারায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে বৈঠক করছিলেন। এ সময় ইয়েমেনে যুদ্ধের প্রসঙ্গ এল পুতিন পবিত্র কুরআনের সূরা আলে ইমরানের এ আয়াতটি পাঠ করেনঃ

“এবং তোমাদের প্রতি আল্লাহর নিয়ামাত স্মরণ কর, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, তিনি তোমাদের অন্তরে প্রীতির সঞ্চার করলেন, ফলে তোমরা আল্লাহর অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেলে।” (৩ঃ১০৩)
খবরে বলা হয়, রুশ প্রেসিডেন্টের কুরআনের এই আয়াত পাঠের প্রতি প্রেসিডেন্ট এরদোগান ও রুহানি সমর্থন জানান।
ইয়েমেনের গৃহযুদ্ধে গত চার বছরেরও বেশি সময়ে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ অনাহারে শিকার। এ যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন