বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মালয়েশিয়ায় উড্ডয়ন নিষিদ্ধ ইসলামিক এয়ারলাইন্সের

কমার্শিয়াল এয়ারলাইন্স পরিচালনা করতে পারবে না রায়ান আয়ার

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মালয়েশিয়ার প্রথম ইসলামিক এয়ারলাইন্স রায়ানি এয়ারের উড্ডয়নের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় সিভিল এভিয়েশন বিভাগ সংক্ষেপে ডিসিএ। গত সোমবার এক বিবৃতিতে ডিসিএ কর্তৃপক্ষ জানিয়েছে, রায়ান আয়ার আর কখনো কমার্শিয়াল এয়ারলাইন্স পরিচালনা করতে পারবে না। এক নিরীক্ষায় দেখা যায়, ওই বিমান সংস্থাটির প্রশাসনিক ও  নিরাপত্তা সংক্রান্ত একাধিক ত্রুটি শনাক্ত করার পর তাদের উড্ডয়ন সার্টিফিকেট বাতিল করেছে ডিসিএ। সম্পূর্ণ ইসলামিক শরিয়া মোতাবেক পরিচালিত রায়ান আয়ার যাত্রা শুরু করেছিল গত ডিসেম্বরে। এই এয়ারলাইন্সের ফ্লাইটে ভ্রমণকারী যাত্রীদের হালাল খাবার সরবরাহ করা হতো এবং কোনো ধরনের মদ পরিবেশন ছিল নিষিদ্ধ। এছাড়া এখানকার ক্রুদের পোশাক-আশাকও ছিল শালীন। এই ইসলামিক এয়ারলাইন্সটি মাত্র দুটি রোয়িং বিমান (৭৩৭-৪০০) পরিচালনা করত। প্রতিটি বিমানের যাত্রী ধারণক্ষমতা ছিল ১৮০। এদের মোট পাইলট ছিল আটজন এবং ক্রু ৫০। কিন্তু যাত্রা শুরু করার ছয় মাস না পেরোতেই মুখ থুবড়ে পড়ল এই ইসলামিক এয়ারলাইন্সটি। নিয়মিত ফ্লাইট পরিচালনা করতে ব্যর্থ হওয়ায় প্রথমে তিন মাসের জন্য স্থগিত করা হয় রায়ানি এয়ারের উড্ডয়ন। কিন্তু পরে এক তদন্ত নিরীক্ষায় নানা ক্রটি ধরা পড়ার পর এবার তাদের লাইসেন্স বাতিল করা হলো। এক বিবৃতিতে মালয়েশিয়ার এভিয়েশন কমিশন জানিয়েছে, রায়ানি এয়ার নামের কোম্পানিটি এয়ার সার্ভিস লাইসেন্সের সকল শর্ত লঙ্ঘন করেছিল এবং একটি বাণিজ্যিক এয়ারলাইন পরিচালনার মতো কোনো ব্যবস্থাপনা দক্ষতাই তাদের ছিল না। এপি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন