শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জর্ডান থেকে এফ-১৬ জঙ্গি বিমান কিনবে পাকিস্তান!

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তান জর্ডান থেকে ১৬টি পুরনো এফ-১৬ জঙ্গি বিমান কেনার কথা ভাবছে। যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক ৮টি এফ-১৬ বিমান কেনার জন্য অর্থ পরিশোধ করার পরও দেশটি তা সরবরাহ না করায় ব্যর্থ হয়ে পাকিস্তান এ উদ্যোগ নিচ্ছে। তবে জর্ডানের কাছ থেকে এফ-১৬ কিনতে চাইলেও যুক্তরাষ্ট্র তাতে বাধা দিতে পারে বলে আশঙ্কা রয়েছে পাকিস্তানের। প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটির এক যৌথ সভায় পাক প্রতিরক্ষা সচিব লে. জেনারেল (অব.) আলম ঘাট্টাক বলেছেন, আমরা এখন জর্ডানের অফার পেয়েছি। যুক্তরাষ্ট্রের সাথে সব চুকেবুকে গেছে। পাক সরকারের সন্ত্রাসী দমনে ব্যর্থতা ও পারমাণবিক তৎপরতায় রাশ না টানার অভিযোগে মার্কিন কংগ্রেস জেট সরবরাহে অসম্মতি জানায়। প্রতিরক্ষা সচিব খাট্টাক স্বীকার করেন যে জর্ডান থেকে তারা যে জেট কিনবেন তার মান অবশ্যই আমেরিকার জেটের সমপর্যায়ের নয়। জর্ডানের জেটগুলোর নির্মাণকাল ১৯৮৮/৯০ সালের দিকে। ২০০১/০২ সালে সেগুলো সংস্কার করা হয়। পাকিস্তান বিমান বাহিনীর চাহিদা পূরণে সেগুলো আবার সংস্কার করতে হবে। ২০১৪ সালেও পাকিস্তান জর্ডান থেকে প্রায় এক ডজন এফ-১৬ বিমান কিনেছিল। সেগুলোও আধুনিক করে পাক বিমান বাহিনীতে যুক্ত করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা রিয়ার এডমিরাল মুখতার খান বলেছেন, জর্ডানের জেট কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্র এখনো কোনো আপত্তি করেনি। তবে বিক্রয়ের ক্ষেত্রে যেহেতু মার্কিন অনুমোদন অপরিহার্য ফলে তা সংগ্রহ করা কঠিন হবে। পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, আমাদের কাছে জাতীয় স্বার্থই মুখ্য। যুক্তরাষ্ট্রের শর্তাদি মানতেই হবে এমন কোনো কথা নেই। ডন।   

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন