শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফোনালাপে এরদোগানকে কী বলেছেন ট্রাম্প?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৪১ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সোমবার কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক সমস্যা নিয়ে দুই প্রেসিডেন্টের মধ্যে কথা হয়েছে।

জাতিসংঘের ৭৪তম বার্ষিকসভার আগমুহূর্তে দুই প্রেসিডেন্টর মধ্যে ফোনালাপ হয়েছে বলে তুর্কি প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে। খবর ডেইলি সাবাহ ও হুরিয়াত ডেইলির।

জাতিসংঘের সাধারণ সভায় অংশ নিতে শনিবারই নিউইয়র্কে পৌঁছেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। এরমধ্যে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

এরদোগান জানিয়েছেন, ২৪ সেপ্টেম্বর সাধারণ সভার প্রথম দিনে আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা বিষয়ে কথা বলবেন তিনি।

মঙ্গলবার থেকে বিশ্বনেতৃবৃন্দ বসছে জাতিসংঘের সাধারণসভায়। সংস্থাটির ৭৪তম বার্ষিকসভায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বিশ্বশান্তি ও নিরাপত্তার বিষয়টি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন