ইনকিলাব ডেস্ক : পাকিস্তানে পরিবারের সম্মানহানীর কারণে হত্যাকে ইসলামবিরোধী বলে ঘোষণা দেয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংস্থা কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি এই ঘোষণা দিয়েছে। অনার কিলিং নামে পরিচিত এ ধরনের হত্যাকা- পাকিস্তানে বেশ উদ্বেগজনক হারে প্রচলিত রয়েছে। গত সপ্তাহেই পরিবারের অমতে বিয়ে করার কারণে এক তরুণীকে পুড়িয়ে মারা হয়। পরিবারের সম্মানহানি হয়েছে এমন সব কারণে সেদেশে গত বছর ১১০০ নারী নিজের পরিবারের সদস্যদের হাতেই হত্যাকা-ের শিকার হয়েছেন। এমনটাই জানাচ্ছে পাকিস্তানের মানবাধিকার কমিশন। সূত্র : বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন