ইনকিলাব ডেস্ক : বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মঙ্গলকোট। গতকাল সকাল থেকে মঙ্গলকোটের কুলশোলা গ্রামে শুরু হয়েছে বোমাবাজি। শাসক দলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে তারা। বোমাবাজির প্রসঙ্গে জানা খবরে বলা হয়েছে, সিপিএম করার অপরাধে দলের দুই কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। গুরুতর আহত রফিকুল হাসান শেখ ও ইসমাইল শেখকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে মারা যায় হাসান শেখ। জিনিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন