শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

চীন-পাকিস্তান করিডর ধ্বংসের ক্ষমতা কারো নেই

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কোনো কোনো দেশ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি’র বিরোধিতা করছে। কিন্তু বিশ্বের কোনো শক্তিই এই প্রকল্পের বাস্তবায়ন বন্ধ করতে পারবে না। ইসলামাবাদের নিরাপদ নগর প্রকল্প উদ্বোধন করে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান। একই সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এরও সমালোচনা করেন তিনি। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে কোনো রকম চালাকি পাকিস্তান সরকার সহ্য করবে না। বহু কোটি ডলারের সিপিইসি প্রকল্পের মাধ্যমে পাকিস্তানের গোয়াদর বন্দরকে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলের সঙ্গে সংযুক্ত করা হবে। সড়ক এবং রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে এই যোগাযোগ গড়ে তোলা হবে। এ জন্য ইতোমধ্যে একাধিক পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান সরকার। এই অর্থনৈতিক করিডর নিয়েই এখন চিনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ক্রমশ দৃঢ় হচ্ছে। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন