রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিশেলের ভবিষ্যৎ পরিকল্পনা : স্বাভাবিক জীবনে ফিরে যাব

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আর কয়েক মাস পরই হোয়াইট হাউস ছাড়তে যাচ্ছেন ওবামা পরিবার। প্রেসিডেন্ট মেয়াদ শেষ হলে মিশেলের পরিকল্পনা কী? এমন প্রশ্নের জবাবে ফার্স্ট লেডি হাসতে হাসতে বলেন, আমি ওকে নিয়ে শপিংয়ে যাব। তিনি আরো বলেন, আমার ইচ্ছা আমি রাস্তা দিয়ে হাঁটব। পার্কে গিয়ে বসে থাকব। পুরনো বন্ধুদের সঙ্গে কোনো পেশাগত কাজেও ঢুকে যেতে পারেন বলেও জানান তিনি। গত মঙ্গলবার প্রথমবারের মতো হোয়াইট হাউস নারীদের নিয়ে এক সম্মেলন উপলক্ষে এ সাক্ষাৎকারে অংশ নেন মিশেল ওবামা। ওই সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনসহ প্রায় ৫ হাজার ২শ’ অতিথি উপস্থিত ছিলেন। খুব স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহও প্রকাশ করেন মিশেল। প্রেসিডেন্ট ওবামার ৮ বছর মেয়াদে যেভাবে কাটিয়েছিলেন সে দিনগুলোকে স্মরণ করেন, তাছাড়া বন্ধু এবং টক-শো উপস্থাপক অপরাহ উইনফ্রে সঙ্গে ঘনিষ্ঠতার কথাও স্মরণ করেন। ওবামার হাঁটা প্রসঙ্গে টিভি উপস্থাপক অপরাহ উইনফ্রের কাছে মিশেল জানান, ওবামার এ হাঁটাটাই স্মরণীয় হয়ে আছে তার কাছে। এটাই নাকি তার গর্ব। মার্কিন ফার্স্ট লেডি বলেন, ‘ওফ! সে কি দৃশ্য! আজো আমার চোখে লেগে আছে। দেখলাম, নামল। আর দেমাগে চলে গেলÑ কী আর্ট সেই চলে যাওয়ার! আর আপনি নিশ্চয়ই জানেন, এটাই ওর সেই হাঁটা, একেবারেই নিজস্ব!’ উইনফ্রে জানতে চান, তখন কি প্রেসিডেন্ট একটু ভাব নিয়ে হাঁটছিলেন? মিশেল দাম্ভিক রসিকতায় বললেন, ও তো সব সময়ই ভাব নিয়ে হাঁটে, দেমাগে হাঁটা। ইন্ডিয়া টুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন