শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আঁধারে নিমজ্জিত ভেনিজুয়েলা

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সন্ধ্যা হলেই অন্ধকারে ডুবে যায় ভেনিজুয়েলা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সেকেলে লণ্ঠন বা মোমের আলোতে কাজ সারতে হয় তখন। বিদ্যুৎ ঘাটতির জন্য ভেনিজুয়েলার মানুষকে এভাবেই দুর্দশার মধ্যে কাটাতে হচ্ছে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর পুয়ের্তো অরদাজে অবস্থিত সবচেয়ে বড় বিপণি কেন্দ্র ওরিনোকিয়া শপিং সেন্টার সন্ধ্যা সাতটা নাগাদ বন্ধ হয়ে যায়। কেনাকাটা করে সন্ধ্যা সাতটার মধ্যে ক্রেতা-বিক্রেতাদের তাড়াহুড়ো করে সব গোটাতে হয়। সম্প্রতি দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে জানানো হয়, বিদ্যুৎ ঘাটতির কারণে দেশটির বড় বিপণি কেন্দ্রগুলো এখন থেকে সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। অবশ্য শিগগিরই এই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে সরকার। ভেনিজুয়েলার শহর পুয়ের্তো অরদাজ। জলবিদ্যুৎ প্রকল্পের আওতায় এই শহরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। গুরি হাইড্রোইলেকট্রিক প্ল্যান্ট নামে বিশ্বের চতুর্থ বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পটি এই শহরেই অবস্থিত। গোটা ভেনিজুয়েলার পাঁচ ভাগের দুই ভাগ বিদ্যুৎ এই প্রকল্প থেকে দেয়া হয়। বিদ্যুতের এই দুরবস্থার প্রভাব পড়ছে গোটা দেশের আর্থ-সামাজিক পরিস্থিতিতে। দ্য ইকোনমিস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন