শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আমেরিকায় যিশুর আশীর্বাদধন্য জুতো! মুহূর্তেই শেষ : দাম মাত্র ৩০০০ ডলার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১২:৫৯ পিএম

সম্প্রতি যিশুর হাঁটার পবিত্র জল-ভরা স্নিকার্সের কয়েকটি সংস্করণ বাজারে এসেছে। আর বাজারে আসতেই মুহূর্তেই তা আউট অফ স্টক। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সাদা ঘরশব অরৎ গধী ৯৭ং-এর ওই জুতো আসলে 'ঔবংঁং ঝযড়বং' নামে পরিচিত। এই জুতোটি তৈরি করেছেন ব্রæকলিনের ক্রিয়েটিভ লেবেল এমএসসিএইচএফ। আর এই জুতোর বিশেষত্বই হল এর মধ্যে জর্ডান নদীর পবিত্র জল ভরা রয়েছে। শুধু বলা কথা নয়, জুতোটি দেখলেই বোঝা যাবে, সোলের জায়গায় রয়েছে জল।
লম্বা লাইন পড়ে গিয়েছে দোকানের বাইরে। কারণ জুতো কিনবেন সকলে। জুতোর দাম? মাত্র ৩০০০ ডলার। ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ১৩ হাজার টাকা। এত দামি একজোড়া স্নিকার কিনতে এত হুলস্থুল কেন? কারণ সেই জুতো নাকি যিশুর আশীর্বাদধন্য জুতো।
তবে শুধুমাত্র পবিত্র জলের জন্য জুতোর এত দাম নয়। জুতোগুলিতে বাইবেলের ম্যাথুভার্স ১৪:২৫ রয়েছে, যেখানে জলের ওপর দিয়ে যিশুর হাঁটার বিবরণ দেওয়া রয়েছে। যিশুর রক্তকে বোঝানোর জন্যে জুতোর এক পাশে রয়েছে একবিন্দু রক্তও। কিছু অন্যান্য ধর্মীয় চিহ্নও রয়েছে সুগন্ধযুক্ত ওই জুতোর সোলে। ক্রুশবিদ্ধ যিশুর একটি চিহ্নও রয়েছে। এখানেই শেষ নয়, জুতোর বাক্সে একটি দেবদূত এবং সরকারি পাপাল সিলের অনুরূপ একটি সিলও রয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন