বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সিগারেট খেতে যেয়ে হারালেন সাত কোটির ঘড়ি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ৫:৫৪ পিএম

কথায় আছে সময়ের মূল্য টাকার সমান। প্যারিসের হোটেলে গিয়ে উঠেছিলেন জাপানের এক যুবক। সিগারেট খাওয়ার জন্য হোটেল থেকে বেরিয়েছিলেন কিছু সময়ের জন্য। বেরিয়েই ঘটল বিপত্তি। হাতের বিলাসবহুল ঘড়ি যার দাম, বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে ৭ কোটি টাকা সেটি ছিনতাই হয়ে গেল। গত মঙ্গলবার সিগারেট খাওয়ার সময় তার হাত থেকে টান দিয়ে ঘড়ি ছিনতাই করে পালায় দুষ্কৃতী।

আর্ক দে ট্রায়াম্ফের সামনে হোটেল নেপোলিয়ানে উঠেছিলেন ৩০ বছরের ওই জাপানি যুবক। এক বন্ধুর সঙ্গে হোটেলের বাইরে গিয়েছিলেন একটি সিগারেট পান করতে। তার হাতে থাকা রিচার্ড মিল-এর তৈরি অত্যাধুনিক ঘড়িটি ছিল একটি বিরল কালেকশনের মডেল। ঘড়িটিতে কোটি কোটি টাকার হীরা বসানো ছিল।

মিল-এর তৈরি এই টাইমপিসগুলির দাম বিশ্ববাজারে অনেক। এর মেকানিজমও একেবারে আলাদা। প্যারিসের চোরের সেই পার্থক্য চোখ এড়িয়ে যায়নি। প্যারিসের সংবাদপত্রে এই ঘটনার বর্ণনা দিয়ে, এই গত কয়েকমাসে প্রায় ১২টি মূল্যবান ঘড়ি চুরির কথা বলা হয়েছে। তবে পুলিশের হাতে এসেছে চোরের মোবাইল। ঘড়ি চুরি করে পালানোর সময় পকেট থেকে মোবাইলটি ঘটনাস্থলে পড়ে গিয়েছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্র: ফোর্বস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন