শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সাহস থাকলে ঘোষণা দিন : মোদি

‘জম্মু ও কাশ্মীর শুধু ভূখন্ড নয়, ভারতের মুকুট’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

কাশ্মীরের বিশেষ অধিকার বাতিলের বিষয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘সাহস থাকলে নির্বাচনী ইশতেহারে সংবিধানের ৩৭০ ধারা ফিরিয়ে আনার ঘোষণা দিন।’ আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন। এর আগে রোববার জলগাঁওয়ে এ নির্বাচনের প্রথম সমাবেশে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন মোদি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কী মনে করেন, এটা ফিরিয়ে আনতে কারও উৎসাহ আছে? যদি তারা সাহস দেখায়, তাহলে তাদের রাজনৈতিক অস্তিত্ব থাকবে?’ ভাষণে মোদি বলেন, ‘জম্মু ও কাশ্মীর শুধু ভূখন্ড নয়, ভারতের মুকুট।’ পরিস্থিতি স্বাভাবিক হতে চার মাসের বেশি সময় লাগবে না বলে জনগণকে আশ্বস্ত করেন তিনি। মোদি অভিযোগ করে বলেন, ‘বিরোধীরা ৩৭০ ধারা নিয়ে রাজনীতি করছে। প্রতিবেশী দেশের (পাকিস্তান) মতো একইভাবে কথা বলছে তারা। ৩৭০ ধারা বাতিলের মতো সিদ্ধান্তকে নিয়ে কংগ্রেস ও এনসিপির রাজনীতিকরণ অপ্রত্যাশিত ও দুঃখজনক। জম্মু-কাশ্মীর নিয়ে তারা যে বক্তব্য দিয়েছে তাদের দলের নেতারাই মানেন না।’ মোদি আরও বলেন, ‘আমি তাদের চ্যালেঞ্জ দিচ্ছি, যদি সাহস থাকে তাহলে রাজ্য ও ভবিষ্যত নির্বাচনের ইশতেহারে ৩৭০ ধারা ও ৩৫এ ধারা ফিরিয়ে আনার ঘোষণা দেন। আর তা না পারলে কুমিরের কান্না বন্ধ করুন।’এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন