শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিয়ানমারের সেনাবাহিনী ত্যাগকারীর ভিডিও প্রকাশ করেছে আরাকান আর্মি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

মিয়ানমার সেনাবাহিনী ছেড়ে আরাকান আর্মিতে (এএ) যোগদানকারী এক জাতিগত রাখাইন নাগরিকের ভিডিও প্রকাশ করেছে এএ, যেখানে ওই সেনা অভিযোগ করেছেন যে, সরকারী সেনাবাহিনী সংখ্যালঘু সেনাদের বিরুদ্ধে নিয়মিত বৈষম্যমূলক আচরণ করছে এবং রাখাইনে বেসামরিক মানুষের উপর নির্যাতন করছে। আরাকান আর্মির প্রকাশ করা ভিডিওতে ওই ব্যক্তি নিজেকে কর্পোরাল অং নাইং হিসেবে পরিচয় দেন এবং বলেন যে, মিয়ানমার সেনাবাহিনীতে তিনি ২৭ বছর কাজ করেছেন। সাত মিনিটেরও বেশি দীর্ঘ এই ভিডিওতে রাখাইন ভাষায় কথা বলা হয়েছে। পরে সেটাতে বার্মিজ ভাষায় সাবটাইটেল দিয়ে ১০ অক্টোবর সেটা প্রকাশ করেছে আরাকান আর্মি। ভিডিওতে অং নাইং বলেন, রাখাইনে সেনা তৎপরতা চলাকালে একটি গ্রামে যখন তিনি তার ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলেন, তখন তার বিরুদ্ধে আরাকান আর্মির সেনাদের সাথে সাক্ষাতের অভিযোগ আনা হয়েছিল। সাবেক এই সেনা কর্পোরাল বলেন, তার ইউনিটের ক্যাপ্টেন যখন তাকে তলব করে সফরের কথা জিজ্ঞাসা করেন, তখন তাকে অকথ্য ভাষায় গালাগালি দেয়া ছাড়াও তার গালে থাপ্পর মেরেছিলেন। এবং এমনকি হাতের টকব্যাক দিয়ে তাকে আঘাতও করেছিলেন তিনি। জবাবে অং নাইং খালাইয়া-২০২ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন দিয়ে ক্যাপ্টেনকে তিনবার গুলি করে এবং সেনাবাহিনী ছেড়ে এসে আরাকান আর্মিতে যোগ দেন। আহত ওই সেনা কর্মকর্তার পরে কি হয়েছে, সেটি জানা যায়নি। এসএএম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন