শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তান আর পানি পাবে না : মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম


পাকিস্তানকে ভারত থেকে আর পানি দেয়া হবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এক জনসভায় এই মন্তব্য করেছেন মোদি। খবর টাইমস অব ইন্ডিয়ার। ভারতের হরিয়ানার বিধানসভা ভোটের প্রচারপর্ব শুরু হয়েছে। মঙ্গলবার সেই উপলক্ষেই হরিয়ানার কুরুক্ষেত্র এবং চারখি দাদরিতে আয়োজিত জনসভায় বক্তৃতা দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে রাজ্যের কৃষকদের প্রতিশ্রুতি দেন, আগামী দিনে তার সরকার পাকিস্তানে পানি যাওয়া বন্ধ করে তা ঘুরিয়ে দেবে হরিয়ানার দিকে। মোদি বলেন, ‘গত ৭০ বছর ধরে হরিয়ানার ভাগের জল পাকিস্তানে বয়ে যেতে দেওয়া হয়েছে। কিন্তু এই মোদি এবার জল পৌঁছে দেবে আপনাদের বাড়িতে। এই নিয়ে কাজ শুরু করে দিয়েছি আমি। এই জলের উপর একমাত্র ভারত এবং তার কৃষকদের অধিকার রয়েছে। মোদি আপনাদের জন্যে লড়াই চালিয়ে যাচ্ছে।’ এছাড়া কাশ্মীর প্রসঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করেন মোদি। জনসভায় উপস্থিত হরিয়ানার বাসিন্দাদের উদ্দেশে মোদি বলেন, সময় এসেছে কংগ্রেসকে উচিত শিক্ষা দেওয়ার। ৩৭০ ধারা খারিজ হওয়ার পর কংগ্রেস যেভাবে কাশ্মীর নিয়ে গুজব ছড়িয়েছে, তার ফল এবার তাদের ভুগতে হবে। টাইমস অব ইন্ডিয়া।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন