শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বৌদ্ধধর্ম গ্রহণ করবেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

এবার ধর্ম পরিবর্তনের পথে মায়াবতী। উপযুক্ত সময়ে তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করবেন। সোমবার নাগপুরের এক জনসভায় এ কথা বলেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতী। মায়াবতী জানিয়েছেন, মৃত্যুর আগে বাবাসাহেব আম্বেদকর (ভারতের সংবিধান প্রণেতা) ধর্ম পরিবর্তন করেছিলেন। এবার বাবাসাহেবের সেই পথ অনুসরণ করতে চান তিনি। তিনি জানিয়েছেন, তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা নিতে চান। কিন্তু তা তিনি করবেন উপযুক্ত সময়ে। শুধু তিনিই নন, বড় সংখ্যায় সাধারণ মানুষ তাদের ধর্ম পরিবর্তন করবেন। এদিন ভোট প্রচারে এসে এসব কথাই বললেন দলিত স¤প্রদায়ের নেত্রী মায়াবতী। প্রসঙ্গত নাগপুরেই আরএসএসের সদর দফতর। রাজনীতিবিদদের একাংশ বলছেন, মায়াবতীর এই মন্তব্য কার্যত আরএসএসকেই কটাক্ষ করা। মায়াবতী বলেছেন, বাবাসাহেবের অনুগামীরা যখন রাজনীতির ক্ষেত্রে তার পদাঙ্ক অনুসরণ করবেন, তখন এই ধর্মান্তরের কাজ সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন ২১ অক্টোবর শুরু হবে। যা শেষ হবে ২৪ অক্টোবর। টিওআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন