শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চা-কফির তাপমাত্রায় ক্যান্সারের ঝুঁকি

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চা-কফির মত উষ্ণ পানীয় পান করলে ক্যান্সারের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ধারণা করা হচ্ছে, পানীয়ের উপাদান নয় বরং তাপমাত্রাই মুখের ও গলার ক্যান্সারের জন্য দায়ী। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উষ্ণ পানীয়র তাপমাত্রা যদি ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলে এই ঝুঁকি সবচেয়ে বেশি। আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা উষ্ণ পানীয়ের সাথে ক্যন্সারের এই যোগাযোগ ঘোষণা করার আগে কফি ও ক্যান্সার নিয়ে কমপক্ষে এক হাজারেরও বেশি বৈজ্ঞানিক গবেষণা পর্যালোচনা করেছে। ক্যান্সার গবেষণা সংস্থার পরিচালক ক্রিস্টোফার ওয়াইল্ড বলেছেন, গবেষণার ফলাফল বলছে, উষ্ণ পানীয় পান মুখের ক্যান্সারের একটি সাম্ভাব্য কারণ। পানীয় নয়, বরং পানীয়ের তাপমাত্রাই এর জন্য দায়ী। গবেষণার ফল প্রকাশের পরপরই জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বুধবার গরম পানীয়র ব্যাপারে সতর্কতা জারি করলো। যদিও ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার ১৯৯১ সালেই বলেছিল কফি ক্যান্সারের কারণ হতে পারে। তবে সেসময় তারা যথেষ্ট তথ্যপ্রমাণ হাজির করতে পারেনি। সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, চীন, ইরান, তুরস্ক, দক্ষিণ আমেরিকার দেশগুলোতে সাধারণত ঐতিহ্যগতভাবেই অতিরিক্ত উষ্ণ (৭০ ডিগ্রীর উপরে) চা পান করা হয়। গবেষণায় দেখা গেছে ঐ অঞ্চলগুলোতে গলা ও মুখের ক্যান্সারের ঝুঁকি বেশি। এই গবেষণার ফলাফলের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের ক্যান্সার গবেষণা কেন্দ্রের অফিসার কেসি ডানলপ বলেছেন, যুক্তরাজ্যের বেশিরভাগ মানুষ এই গবেষণায় উল্লেখিত ঝুঁকিপূর্ণ উষ্ণ তাপমাত্রায় পানীয় পান করে না। যদিও মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশে করে। উষ্ণ পানীয় পানে যে খাদ্য নালীর ক্যান্সার হয় তার কিছু প্রমাণ পাওয়া গেছে। বিশ্ব সাস্থ্য সংস্থার এই সংক্রান্ত বেশ কিছু ঘোষণা দিয়েছে ইতিমধ্যে। ১৯৯১ সালে আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থার একটি গবেষণায় বলা হয়েছিল কফি খেলে ক্যান্সার হয়। যদিও পরবর্তীতে কফির সাথে ক্যান্সারের জড়িত থাকার কোন প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এবার দেখা যাচ্ছে, উচ্চ তাপমাত্রার চা-কফি ক্যান্সারের একটা কারণ হতে পারে। অপরদিকে, গরম পানীয়তে ক্যানসারের ঝুঁকি রয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। বিশেষ করে যেসব পানীয় পানের সময় ৬৫ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে গরম থাকে সেসবে ঝুঁকির মাত্রাটা বেশি। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার এক হাজার ব্যক্তির মধ্যে গবেষণা চালিয়ে এমন পর্যবেক্ষণ দিয়েছে। তাদের গবেষণার বিষয় ছিল কফি ও ক্যান্সারের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না। পর্যবেক্ষণ সম্পর্কে এজেন্সির পরিচালক ক্রিস্টোফর ওয়াইল্ড বলেন, আমাদের ফলাফল বলছে গরম পানীয় পান করার সাথে খাদ্যনালীর ক্যান্সারের একটা সম্পর্ক আছে। এপি, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন