শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

হিলারির জবাব দিতে কিমকে আমন্ত্রণ জানাবেন ট্রাম্প

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হিলারি ক্লিনটনের সমালোচনার জবাব দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাবেন। তবে সেটা কোন সরকারি নৈশভোজে নয়। উল্লেখ্য, সম্প্রতি কিম জং-উনের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন রিপাবলিকান দল থেকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে সমালোচনা করেন ডেমোক্রেট দল থেকে গৃহীত মনোনীত হিলারি ক্লিনটন। তার কথার জবাব দিতে গিয়ে গত বুধবার রিয়েল এস্টেট মুঘল ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতাকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানোর কথা বলেন। আটলান্টায় তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, উত্তর কোরিয়ার নেতার সঙ্গে আলোচনা করলে, কথা বললে সমস্যা কি? এটা হলো এক রকম সংলাপ। তবে তিনি এ কথাও বলেন, হয়তো ওই সংলাপ কখনো হবে না। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন