মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৪ লাখ ইউরোপীয়র অকাল মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ইউরোপে এক বছরেই বায়ু দূষণের কারণে প্রায় চার লাখ মানুষের অকালমৃত্যু হয়েছে। ২০১৬ সালে বায়ুদূষণে মৃত্যুর এ পরিসংখ্যান উঠে এসেছে ইইউ’র স্বাস্থ্য সংস্থা ইইএ’র এক গবেষণা প্রতিবেদনে। বুধবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, বর্তমানে পরিবেশগত দিক দিয়ে মানব স্বাস্থ্যের উপর সবচেয়ে বড় ঝুঁকি বায়ু দূষণ। ইউরোপের শহরগুলোতে বাস করা প্রায় প্রতিটি মানুষই এ বায়ুদূষণের শিকার। ইউরোপীয়ান এনভায়রনমেন্ট এজেন্সি (ইইএ) এর বায়ুর মান বিষয়ক বিশেষজ্ঞ আলবার্তো গঞ্জালেজ ওর্টিজ বলেন, যদিও ইউরোপের নগরীগুলোতে বাতাসে বিপদজনক বস্তুকণার মাত্রা হ্রাস পেতে শুরু করেছে। তবে যতটা দ্রুত তা কমার কথা ছিল তত দ্রুত কমছে না। তিনি বলেন, “আমরা এখনো ইইউ এর মানদ-ে পৌঁছতে পারিনি। অবশ্যই আমরা এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া নিরাপদ মান থেকে অনেক দূরে রয়েছি।” ইইউভুক্ত দেশগুলোতে এ সংক্রান্ত আইন প্রনয়নের পরামর্শও দিয়েছেন ওর্টিজ। তিনি বলেন, বাতাসে বিশেষ করে নগরে দূষণের মাত্রা এবং দূষণ কোন পর্যায়ে গেছে, দূষণ নিয়ন্ত্রণে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা নিয়মিত পর্যবেক্ষণ বাধ্যতামূলক করতে আইন প্রণয়ন করতে হবে। গত জুলাইয়ে ইউরোপীয় কমিশন স্পেন ও বুলগেরিয়ার বিরুদ্ধে ইইউর কোর্ট ও জাস্টিসে নালিশ জানিয়েছে। রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন