ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়ার অ্যাডামাওয়া রাজ্যের মাদাগালি শহরের কাছে কুদা গ্রামে বোকো হারামের হামলায় ১৮ জন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো বেশ কয়েকজন নারী। গত শনিবার সকালে স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রামের একটি বাড়িতে বেশকিছু শোকার্ত নারী শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন। বোকো হারামের জঙ্গিরা আকস্মিকভাবে মোটরসাইকেল যোগে গিয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন