শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

অমান্যকারীর ৩শ’ ইউরো জরিমানা বুলগেরিয়ায় নেকাব নিষিদ্ধ

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্স ও নেদারল্যান্ডসের পর এবার জনসম্মুখে নেকাব পরা নিষিদ্ধ করলো বুলগেরিয়া সরকার। দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল অনুমোদিত হয়েছে। ১০৮ জন সংসদ সদস্য নেকাব নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছেন। আর এর বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র আট জন সংসদ সদস্য। ডেইলি মেইল জানিয়েছে, অফিস, স্কুল ও জনসম্মুখে মুখম-ল পুরোপুরি বা আংশিক ঢেকে রাখার ওপর এই নিষেধাজ্ঞার প্রস্তাব করে জাতীয়তাবাদী নির্বাচনী জোট পেট্রিওটিক ফ্রন্ট (পিএফ)। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই বুলগেরিয়ায় নেকাব ও বোরকা নিষিদ্ধ হলো। কেউ এই আইন অমান্য করলে তাঁকে ৩০০ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হচ্ছে।
সব প্রাতিষ্ঠানিক কার্যালয় এবং প্রশাসনিক, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের মতো জনসম্মুখে এই আইন প্রয়োগ হবে। দেশটির দ্বিতীয় বৃহত্তর দল মুভমেন্ট ফর রাইটস ও ফ্রিডম (ডিপিএস)এই বিলের সমালোচনা করেছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন