ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলদার ইসরায়েলি পুলিশ রোববার সাত ফিলিস্তিনি তরুণকে অপহরণ করেছে। ফিলিস্তিনি তথ্যকেন্দ্র এক প্রতিবেদনে জানিয়েছে, পূর্ব জেরুজালেমের ইসায়িয়া জেলায় নিজ বাড়ি থেকে ওই তরুণদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে। এরা হলেন, আনওয়ার সামি ওবেইদ, হামেদ ওবেইদ, মাহমুদ জুমোরোদ, মোহামেদ খালেদ, ইসমাইল সানকারাত, মালেক আশ-শেইখ এবং মোহামেদ দাউদ।
প্রায় পাঁচ মাস ধরে প্রতিদিনই পূর্ব জেরুজালেমে অভিযান চালাচ্ছে ইসরায়েলি পুলিশ। তারা বাড়ি-ঘরে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের হেনস্তা করছে এবং তাদের ধরে নিয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের সেখান থেকে তাড়ানোর জন্য প্রতিদিন অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে থাকা লোকজনের জীবন দুর্বিষহ করে তোলাই তাদের মূল লক্ষ্য।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন