শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার বেলজিয়ামের

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইউরো ফুটবলের সময়সূচি অপরিবর্তিত রাখা এবং নিরাপত্তা আরো জোরদার করার সিদ্ধান্ত
ইনকিলাব ডেস্ক : সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে বেলজিয়াম। প্রধানমন্ত্রী চার্লস মিশেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের নিরাপত্তা কাউন্সিলের সভায় এ কথা ব্যক্ত করা হয়। এতে আরো সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, ইউরো-২০১৬ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে। তবে খেলার সময়সূচি অপরিবর্তিত থাকবে। গত শনিবার এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চার্লস মিশেলে বলেন, আমরা স্বাভাবিকভাবে বাঁচতে চাই। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। তাছাড়া আমরা সজাগ রয়েছি এবং প্রতি ঘণ্টায় পরিস্থিতির মূল্যায়ন করছি। উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছি। বেলজিয়ামে গত শুক্রবার রাতভর পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযানে আটক হওয়া ১২ জনের মধ্যে ৩ জনকে শনিবার অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয়। ইউরো ফুটবল-২০১৬ চলাকালে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে এমন খবরের ভিত্তিতে ওই সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়। সারারাত ধরে ব্রাসেলসের আশেপাশে ১৬টি মিউনিসিপালিটিতে  চালানো এ অভিযানে ১২ জনকে আটক করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আটক করা হয়েছিল এমন নয়জনকে তদন্তকারী সংস্থা ছেড়ে দিয়েছে। যে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে তাদের নাম সামির সি, মুস্তাফা  বি এবং জাওয়াদ বি। এছাড়া অভিযানের সময় অন্তত ৪০ জনকে জেরা করা হয়েছে। অভিযানে ডগ স্কোয়াডকেও নামানো হয়। প্রসঙ্গত, গত ২২ মার্চ ব্রাসেলসে এয়ারপোর্টে এবং মেট্রো স্টেশনে বোমা হামলায় ৩২ জন নিহত হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার ব্রাসেলসের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোট ৪০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে ১২ জনকে আটক করা হয়েছে। অভিযানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন