রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনে বন্যায় প্রাণহানি ২৫

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক :  চীনের দক্ষিণাঞ্চলে বন্যায় ২৫ জন প্রাণ হারিয়েছে। এছাড়া বাস্তুহারা হয়েছে আরো ৩৩ হাজার মানুষ। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সপ্তাহের ভারি বর্ষণে আকস্মিক বন্যায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ৩৩ হাজার ২০০ জন নিজেদের ঘর-বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় বলছে, ১০টি প্রদেশের প্রায় ৪০ লাখ মানুষ বন্যা ও ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় গণমাধ্যমের এক খবরে এ সব তথ্য জানানো হয়েছে।  গত সপ্তাহের সোমবার থেকে ভারি বর্ষণ শুরু হয়েছে। ভারি বৃষ্টিপাত ও বন্যায় এ পর্যন্ত ছয়জন নিখোঁজ রয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বিভিন্ন এলাকায় পানির উচ্চতা ১৯৯৮ সালের রেকর্ডকে অতিক্রম করেছে। বন্যায় এখনো ত্রাণ কার্যক্রম শুরু করেনি কর্তৃপক্ষ। তবে প্রত্যন্ত গ্রামগুলোতে উদ্ধার তৎপরতা চালানোর জন্য হেলিকপ্টার পাঠিয়েছে চীন। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন