শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ১২:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত সপ্তাহে শুরু হওয়া ভয়াবহ দাবানলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন রাজনৈতিক অঙ্গন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ ঘটনায় রাজ্য প্রশাসনের ওপর বেশ চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
টুইট বার্তায়, ক্যালিফোর্নিয়ায় কেন্দ্রীয় বাজেট কমানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। কিছুদিন পর পর দাবানলের ঘটনায় ডেমোক্র্যাট দলের গভর্নর গ্যাভিন নিউসমের গাফিলতি রয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ট্রাম্পের জলবায়ু নীতির কড়া সমালোচনা করেন। বলেন, প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসা ভয়াবহ সিদ্ধান্ত ছিল।
এদিকে, প্রবল বাতাসে আগুন নতুন নতুন স্থানে ছড়িয়ে পড়ছে। দাবানলে এরই মধ্যে অন্তত ৩০ হাজার একর এলাকার বন পুড়ে গেছে। আগুনের কারণে আরও কয়েক লাখ লোক হুমকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যে জরুরি অবস্থা বহাল রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন