শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দোলাচলে ক্যামেরনের নিয়তি

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটিশদের কাছে আগামী বৃহস্পতিবার একটি ঐতিহাসিক দিন। ব্রিটেন ইউরোপের সঙ্গেই থাকবে নাকি বেরিয়ে আসবে ব্রিটিশরা গণভোটে সে সিদ্ধান্ত জানিয়ে দেবেন এদিন। এর সঙ্গে মিশে আছে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নিয়তি। গণভোটে যদি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় পড়ে তাহলে ক্যামেরনকে ক্ষমতা ছাড়তে হতে পারে। ফলে ওইদিন ব্রিচেন ও ক্যামেরনের ভাগ্যের পেন্ডুলাম কোন দিকে দোল দেয় তা এখন অপেক্ষার পালা। ২৩ জুন বৃহস্পতিবার এ গণভোট হতে যাচ্ছে। অনলাইন বিবিসি লিখেছে, ফল কি হয় তা জানতে হলে স্থানীয় সময় শুক্রবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি এতে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট পড়ে তাহলে তা সঙ্গে সঙ্গেই ঘটবে না। এ পর্যায়ে ব্রিচেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেই অবস্থান করবে। তবে ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে। শুক্রবার সকালেই গণভোটের ফল স্পষ্ট হওয়ার পরই প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন একটি বিবৃতি দেবেন। এমপিরা শুক্রবার বা শনিবার বিশেষ অধিবেশনে বসতে চান কিনা তার প্রেক্ষিতেই তিনি এ বিবৃতি দেবেন। এরই মধ্যে ডেভিড ক্যামেরন বলেছেন, যদি ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে বেশি ভোটও পড়ে তাহলে তিনি প্রধানমন্ত্রী পদ ত্যাগ করবেন না। তবে অনেকে মনে করেন, এই গণভোটের মধ্য দিয়েই তার বিদায় ঘণ্টা বেজে যাবে, যদি ব্রিটিশরা ইউরোপিয় ইউনিয়নে অবস্থানের পক্ষে থাকার জন্য তার আহ্বান প্রত্যাখ্যান করেন। যদি নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষের ভোট দুই অংকে বেশি এগিয়ে থাকে তাহলে ক্যামেরন নিশ্চিন্ত থাকতে পারেন। নতুন নেতৃত্বের চ্যালেঞ্জের মুখে না-ও পড়তে পারেন। টিকে যেতে পারে তার সরকার। কিন্তু যদি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে বেশি ভোট পড়ে বা ব্যবধান কম হয় তাহলে ক্যামেরনের জন্য একটি কঠিন পরিণতি নেমে আসতে পারে। পক্ষ বা বিপক্ষ যারাই বিজয়ী হোক না কেন তিনি দায়িত্বভার অব্যাহত রাখতে চান। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন