শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বিশ্বের সবচেয়ে দ‚ষিত শহরের তালিকায় এক নম্বর দখল করে আছে ভারতের রাজধানী দিল্লি। পাঁচ নম্বরে কলকাতা আর নয়ে মুম্বাই। দ‚ষিত শহরের তালিকার প্রথম দশের তিনটি শহরই ভারতের। দেশটির বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত নয় দিন ধরে দিল্লিতে বাতাসের গুণমান ক্ষতিকারক পর্যায়ে, যা আগে কখনও দেখা যায়নি। সংস্থার প্রতিবেদন বলছে, গত কয়েকদিন দিল্লিতে বাতাসের গুণমান স‚চক ৫২৭। দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর। কলকাতায় বাতাসের গুণমান স‚চক ১৬১। রয়েছে পাঁচ নম্বরে। আর তালিকায় নয় নম্বরে থাকা মুম্বাইয়ে ১৫৩। অর্থাৎ দিল্লি বাদে বাকি দুই শহরেও দ‚ষণের মাত্রা উদ্বেগজনক। এদিকে গত সপ্তাহে বৃষ্টির কারণে কলকাতায় কিছুটা দ‚ষণ কমলেও, বৃষ্টি কমতেই ফের দ‚ষণের চাদরে ঢাকতে শুরু করেছে। দ‚ষণের পরিমাণ সবচেয়ে বেশি হাওড়ার ঘুসুড়ি। দ‚ষণ নিয়ন্ত্রণ পরিষদের এক বিশেষজ্ঞ বলেন, দ‚ষণের নিরিখে পুরো পৃথিবীর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে কলকাতা। এতেই বোঝা যায়, বিপদ এখানেও রয়েছে। তাই সবাইকে এখনই সতর্ক হতে হবে। দ‚ষণের তালিকায় পাকিস্তানের লাহোর আছে দ্বিতীয় স্থানে। বাতাসের গুণমান স‚চক ২৩৪। তার মানে লাহোরের চেয়ে দিল্লি দ্বিগুণ দ‚ষিত। এই তালিকার চতুর্থ স্থানে আছে পাকিস্তানের রাজধানী করাচি, বাতাসের গুণমান স‚চক ১৮০। স্কাইমেট ওয়েদার ডটকম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন