শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সুইডেনে শরণার্থীদের ওপর মুখোশধারীদের হামলা

প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান রেল স্টেশনের ভেতরে ও আশপাশে শরণার্থীদের ওপর হামলা করেছে দুই শতাধিক কালো মুখোশধারীদের একটি দল। তাদের হামলার লক্ষ্য ছিল মূলত শরণার্থী শিশুরা। সুইডেনের সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। হামলার আগে সন্ত্রাসীদল হ্যান্ডবিল বিতরণ করেছে। এ হ্যান্ডবিলের শিরোনাম ছিল, অনেক ধৈর্য ধারণ করা হয়েছে। এতে একটি শিশুকেন্দ্রে নিহত ত্রাণকর্মী আলেকজান্দ্রা মেহজারের ঘটনার কথা তুলে ধরা হয়েছে। এ হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে ১ ৫ বছর বয়সি সোমালিয়ার এক কিশোরকে আটক করা হয়েছে। পুলিশ বলেছে, রেল স্টেশনের হামলায় জড়িতদের সবাই কালো মুখোশ পরা ছিল। ধারণা করা হচ্ছে, অভিবাসী বিরোধী বর্ণবাদী কোনো গ্রুপ এ হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছে, রেল স্টেশন এবং আশেপাশের শরণার্থীদের ওপর তাদেরকে হামলা চালাতে দেখেছে। তবে হামলার সঙ্গে জড়িত কাউকে আটকের খবর এখনো পাওয়া যায়নি। সুইডেনে প্রায় ১,৬৩,০০০ আশ্রয় প্রার্থীর আবেদন জমা পড়েছে। জনসংখ্যার গড় হিসেবে ইউরোপের মধ্যে সর্বোচ্চ অভিবাসী সুইডেনে আশ্রয় চেয়েছে।
অপর এক খবরে বলা হয়, তুরস্ক উপকূলে নৌকা ডুবে পাঁচ শিশুসহ অন্তত ৩৯ অভিবাসন প্রত্যাশীর সলিল সমাধি হয়েছে। তবে, দেশটির কোস্টগার্ড উদ্ধার করতে সক্ষম হয়েছে ৬২ জনকে। গত শনিবার তুরস্কের পশ্চিমাঞ্চলে এজিয়ান সাগরে এ দুর্ঘটনা ঘটে। ওই অভিবাসীদের বহনকারী নৌকা তুরস্ক থেকে গ্রিসের দ্বীপ লেসবস অভিমুখে রওয়ানা দিয়ে পথে এ দুর্ঘটনার কবলে পড়ে। কোস্টগার্ড জানিয়েছে, অবৈধভাবে নৌকাবোঝাই করে অভিবাসীদের গ্রিস উপকূলে ভেড়ানোর পরিকল্পনাকারী সন্দেহে এক তার্কিশকে আটক করা হয়েছে। সলিলে সমাধিস্থ অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বেশিরভাগই আফগানিস্তান, মায়ানমার ও সিরিয়ার নাগরিক। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র তথ্যমতে, নতুন বছরের প্রথম মাসেই সাগরপথে গ্রিসে উঠেছে ৫২ হাজার অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী। তবে, রওয়ানা দিয়ে পথে মারা গেছে ২১৮ জন। আর গত বছর যে ১১ লাখ অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী ইউরোপে পাড়ি জমিয়েছে, তার মধ্যে সাড়ে আট লাখ গিয়েছে তুরস্ক থেকে সাগর পথে গ্রিস হয়ে। তবে, এই প্রচেষ্টায় এজিয়ান সাগরে সলিল সমাধি হয়েছে ৮০৫ জনের। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন