শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শ্বেত ভাল্লুকরা দখল করে নিল রুশ গ্রাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

রাশিয়ার দ‚রবর্তী উত্তরাঞ্চলের এক গ্রাম দখল করে নিয়েছে কয়েক ডজন শ্বেত ভাল্লুকের একটি দল। নিজেদের আবাসস্থল ছেড়ে মানব বসতিতে নেমে এসেছে তারা। তাদের উপস্থিতিতে একপ্রকার অচল হয়ে পড়েছে গ্রামটি। বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের কাজকর্ম। স্কুলগুলোয় অবস্থান নিয়েছেন অনেকে। সেখানে পাহারা বসানো হয়েছে। খবরে বলা হয়, রাশিয়ার চুকোতকা অঞ্চলের রাইরক্যাপি গ্রামে স¤প্রতি ছোট-বড় মিলিয়ে ৫০টির বেশি শ্বেত ভাল্লুক হাজির হয়েছে। রিয়ারক্যাপির ভাল্লুক নিয়ন্ত্রণ কর্মস‚চির প্রধান তাতিয়ানা মিনেনকো জানান, তারা অন্তত ৫৬টি ভাল্লুকের উপস্থিতি নিশ্চিত করতে পেরেছেন। তিনি বলেন, সব ধরনের ভাল্লুকই এসেছে। বাচ্চা সহ মা ভাল্লুকের দেখাও মিলেছে। তারা দেখতে শীর্ণ। প্রাণী সংরক্ষণবাদীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের জন্যই এমনটি ঘটেছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় উপক‚লীয় বরফের স্তর দুর্বল হয়ে পড়ছে। সেখানে খাবারের সন্ধান করা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। তাই খাবারের সন্ধানে মানব বসতিতে হাজির হয়েছে তারা। তাপমাত্রা কমে গেলে তারা ফের সমুদ্রে ফিরে যাবে। রাশিয়ার ওই অঞ্চলটিতে মানব বসতিগুলোয় শ্বেত ভাল্লুকের হাজির হওয়ার ঘটনা সা¤প্রতিককালে বেড়েছে। বিশেষ করে রাইরক্যাপি গ্রামটিতে প্রায়ই তাদের দেখা যাচ্ছে। গ্রামটিতে প্রায় ৭০০ মানুষের বসবাস। অনেকে গ্রামটি খালি করে দেয়ার আহŸান জানিয়েছেন। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন