শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নিরস্ত্রীকরণ আলোচনার সুযোগ নেই

খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘খুবই গুরুত্বপ‚র্ণ একটি পরীক্ষা’ চালানো হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। এই পরীক্ষার ফল উত্তর কোরিয়ার কৌশলগত অবস্থানের মান উন্নয়নে ব্যবহার করা হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ। তবে এর বেশি তথ্য জানায়নি সংস্থাটি। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ বন্ধ করার পরপরই এমন পরীক্ষা চালানোর খবর পাওয়া গেল। এক বিবৃতিতে শনিবার জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার দ‚ত কিম সং বলেন, ‘এ মুহ‚র্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ কোনো আলোচনার প্রয়োজন আমাদের নেই। পারমাণবিক অস্ত্র ইস্যুতেও আর কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন উত্তর কোরীয় প্রতিনিধি। বিশ্লেষকদের ধারণা, এটি স্যাটেলাইট উৎক্ষেপণে কোনো গুরুত্বপ‚র্ণ যন্ত্রের পরীক্ষা অথবা আন্তঃমহাদেশীয় কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা হতে পারে। অন্যদিকে, মার্কিন কর্মকর্তারা বলছেন, যে ধরনের উৎক্ষেপণ কেন্দ্রের কথা পিয়ংইয়ং বলছে, তা অনেক আগেই বন্ধের কথা ছিল। উত্তর কোরিয়া তার প্রতিশ্রুতি রাখেনি, এই পরীক্ষার খবর সেটাই প্রমাণ করেছে। রয়টার্স এখবর জানিয়েছে। গার্ডিয়ানের খবরে বলা হয়, গত বছর পারমাণবিক পরীক্ষা বন্ধ এবং আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা না চালানোর ঘোষণা দেয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে ধ্বংস করা হয় একটি পারমাণবিক স্থাপনা। এ বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক কোনও চুক্তি ছাড়াই শেষ হয়। নিষেধাজ্ঞা শিথিল করা প্রশ্নে অসম্মতির প্রেক্ষাপটে গত ফেব্রুয়ারিতে কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার হ্যানয় সম্মেলন ভেঙ্গে যাওয়ার পর এ আলোচনা প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে। রয়টার্স, গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন