শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জম্মু-কাশ্মীরে ইন্টারনেট পুনঃপ্রতিষ্ঠা বন্দিদের মুক্তি দাবি মার্কিন কংগ্রেসে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

জম্মু ও কাশ্মীর ইস্যুতে নতুন প্রস্তাব তোলা হল মার্কিন কংগ্রেসে। প্রতিনিধি পরিষদে প্রস্তাবিত দ্বিদলীয় বিলে ভারত সরকারকে উপত্যকায় গণগ্রেফতার বন্ধের আহŸান জানানো হয়। খবর দ্য হিন্দু ও এনডিটিভির। খবরে বলা হয়, জম্মু ও কাশ্মীরে যোগাযোগ ব্যবস্থার ওপর থেকে বিধিনিষেধ ও গণ গ্রেপ্তার বন্ধের জন্য ভারতের প্রতি আহŸান জানিয়েছে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় প্রতিনিধি পরিষদ। শুক্রবার ভারতীয় বংশোদ্ভ‚ত মার্কিন ডেমোক্রেট দলের আইন প্রণেতা প্রমিলা জয়পালের সঙ্গে রিপাবলিকান দলের আইন প্রণেতা স্টিভ ওয়াটকিনস প্রতিনিধি পরিষদে রেজুল্যুশন নম্বর ৭৪৫ উত্থাপন করেন। এ খবর দিয়ে ভারতের অনলাইন এনডিটিভি বলছে, চার মাসের বেশি সময় আগে সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার করে ভারত। ওই সময় সাবেক তিনজন মুখ্যমন্ত্রী সহ বহু রাজনৈতিক নেতাকে আটক করা হয়। বেশির ভাগ এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এখনও। প্রতিনিধি পরিষদের ওই প্রস্তাবে জম্মু কাশ্মীরে ইন্টারনেট পুনঃপ্রতিষ্ঠার অনুরোধ জানানো হয়েছে। এই প্রস্তাবটি পরে প্রতিনিধি পরিষদে ভোটে দেয়ার কথা রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব জম্মু ও কাশ্মীরে যোগাযোগের সব বিধিনিষেধ প্রত্যাহার ও ইন্টারনেট সুবিধা চালু করার আহŸান জানানো হয়েছে। খেয়ালখুশি মতো আটক করা ব্যক্তিদের দ্রæত মুক্তি দেয়ার আহŸান জানানো হয়েছে। আটক ব্যক্তিদের মুক্তির ক্ষেত্রে কোনো শর্ত না দিতে বলা হয়েছে। এ ছাড়া জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভয়হীন পরিবেশে প্রবেশাধিকার দেয়ার আহŸান জানানো হয়েছে। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন