সার্ক প্রক্রিয়ার ব্যাপারে আবারো অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রোববার আশা প্রকাশ করেছেন যে এই আঞ্চলিক সংস্থাটির অগ্রগতির পথে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তা শিগগিরই কেটে যাবে। ফলে সার্ক সদস্য দেশগুলো উন্নয়ন ও তাদের প‚র্ণ সম্ভাবনা কাজে লাগানোর জন্য ঐক্যবদ্ধভাবে আঞ্চলিক সহযোগিতার পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারবে। ৩৫তম সার্ক সনদ দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ইমরান বলেন, ব্যক্তি, জাতীয় ও আঞ্চলিক উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতার শক্তি ও সম্ভাবনার ব্যাপারে পাকিস্তানের দৃঢ় বিশ্বাস রয়েছে। পাকিস্তান আরো বিশ্বাস করে যে সার্ক সনদে উল্লেখিত সার্বভৌম সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের অপরিহার্য নীতিমালা অনুসরণের মাধ্যমে কার্যকর ও ফলপ্রস‚ আঞ্চলিক সহযোগিতার অর্জন করা যায়। এসএএম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন